Logo

সারাদেশ

খেলতে বের হয়ে খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:৫০

খেলতে বের হয়ে খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় বাড়ির পাশের একটি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিশু দুজন হলেন, কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) এবং একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা মামাতো-ফুফাতো ভাই–বোন ছিলেন।

রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার ফুফাতো বোন রিয়া মণির সাথে খেলতে বের হয়। খেলার সময় তারা বাড়ির পাশের খালে পড়ে যায় এবং ডুবে মারা যায়।

রিয়া মণির ফুফা ইছামুদ্দিন বলেন, ‘দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালে তাদের ভাসতে দেখা যায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফজলুল করিম ফারাজী/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর