ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:১৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এছাদ্দিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি ভিজিএফের চাল নিতে গিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান তিনি।
এছাদ্দিন ওই ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে বলে ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন জানিয়েছেন।
জানা গেছে, দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেওয়া শুরু হয়। বৃদ্ধা এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হলে স্থানীয়রা ভ্যানে উঠিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃদ্ধের মৃত্যুর বিষয়ে জানতে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পাওয়ার পর মৃত এছাদ্দিন আলীর বাড়িতে গিয়েছি। তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
- প্রদীপ রায় জিতু/এমজে