Logo

সারাদেশ

নেননি কর্তৃপক্ষের অনুমতি

মামলার ভয়ে ‘অসুস্থতার নাটকে’ দেশ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:২৭

মামলার ভয়ে ‘অসুস্থতার নাটকে’ দেশ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

দেশত্যাগ করা চেয়ারম্যান দুলাল হাওলাদার।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অসুস্থতার অজুহাত দেখিয়ে বিদেশে চলে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত ৯ মার্চ দেশত্যাগ করেন। তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

দুলাল হাওলাদার আওয়ামী লীগের সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, নির্বাচনের সময় তিনি ক্ষমতা প্রয়োগ করে বিএনপি নেতা মঞ্জু শেখ ফারুক ও মিজানুর রহমানকে পরাজিত করেন। তবে সম্প্রতি ৫ আগস্টের ছাত্র আন্দোলন এবং বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। 

এ অবস্থায় তিনি গত ৩ মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে ‘উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদন’ জমা দেন। আবেদনে তিনি মেক্সিকো যাওয়ার কথা উল্লেখ করেন এবং ৯ মার্চ ২০২৫ থেকে ৮ জুন ২০২৫ পর্যন্ত ৯০ দিনের ছুটির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই ছুটির আবেদন অনুমোদিত হয়নি।

দুলাল হাওলাদারের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থানীয় জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। ইউপি সদস্য জামাল হোসেন জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ১৪ দিন পর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হোসেন তাকে জানান, এখন থেকে আলী মোহাম্মদ নোয়াব প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, রেজুলেশনের মাধ্যমে আলী মোহাম্মদ নোয়াবকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রথম সভার ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হয়। চেয়ারম্যান ছুটি না নিয়ে বিদেশ গেলে তার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল ইসলাম পিন্টু/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর