পৌরসভার গাড়ি চালককে মারধর, যুবদল নেতাকে ৭ দিনের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৪৫

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ মার্চ) বিকেলে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা মো. ফোরকান তালুকদার (৫৩) পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মৃত সাহেব আলী তালুকদারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, রোবার বিকেলে ফোরকান তালুকদার পৌরসভার একটি চলন্ত গাড়ি জোরপূর্বক থামিয়ে চালককে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ ছাড়া ফোরকান তালুকদার নিজেও তার অপরাধ স্বীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের ১৫৯ ধারার অপরাধে ১৬০ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমজে