
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিলন হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন পাবনা পৌরসভার শালগাড়িয়া মহল্লার মেরিল বাইপাস সংলগ্ন আয়ুব আলী খাঁর ছেলে।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সামনে স্থানীয়রা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইফতারের আগে মিলন মুজাহিদ ক্লাবে ইফতার করতে গিয়েছিলেন। হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান। তাদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে মিলনকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মিলনের মৃত্যু হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কামাল/এমবি