জুলাই আন্দোলন
পুলিশের বুলেটে আহত আওয়ালের নাম আসেনি গেজেটে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া বুলেটে পায়ে আঘাত পাওয়া আওয়াল মিয়ার নাম আসেনি আহতদের তালিকায় (গেজেট)। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আওয়াল মিয়া মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর পাশে কাঠের দোকানে কাজ করেন কাঠমিস্ত্রি আওয়াল। ১৮ জুলাই মদন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আওয়াল মিয়া ছাত্রদের সাথে যোগ দেন। আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি পায়ে আঘাত পান। আহত অবস্থায় তাকে মদন হাসপাতালে ভর্তি করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেন। পরে তাকে অন্যত্র চিকিৎসা নিতে হয়।
আওয়াল মিয়া বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের বুলেটে আঘাত পেয়েছি। কিন্তু আমার নাম গেজেটে আসেনি। প্রধান উপদেষ্টার কাছে আমার নাম গেজেটভুক্ত করার দাবি জানাচ্ছি।’
মদন উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারোয়ার জাহান রবিউল বলেন, ‘আওয়াল পুলিশের বুলেটে আহত হওয়ার পরও তার নাম গেজেটে আসেনি বলে আমি শুনেছি। এ রকম আরও অনেকের নাম গেজেটে আসেনি। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশনা পেলে আওয়ালের নাম যুক্ত করা হবে। আওয়াল যেন আমার সাথে দেখা করে।’
স্থানীয়দের অভিযোগ, আওয়াল মিয়ার মতো আরও অনেকেই আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। কিন্তু তাদের নাম গেজেটে আসেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনের সমর্থকরা।
- নিজাম তালুকদার/এমজে