Logo

সারাদেশ

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন, নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৫৭

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন, নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে

সুন্দরবনে নতুন করে আরেকটি জায়গায় আগুন লেগেছে। পানির উৎস দূরে থাকা এবং ভাটার কারণে নদী শুকিয়ে যাওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২৩ মার্চ) সকালে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে আগুন শনাক্ত করা হয়। নতুন করে লাগা এই আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। 

সোমবার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর বলেন, ‘আগুনের প্রকোপ কিছুটা কমেছে, তবে পানির সংকটের কারণে কাজ ব্যাহত হচ্ছে। রাতে দুর্গম এলাকায় কাজ করা চ্যালেঞ্জিং, আবার ভাটার সময় নদীতে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘রাতে জোয়ার থাকায় পানি ছিটাতে পেরেছি, যার ফলে আগুন কিছুটা কমেছে। তবে শুকনা পাতা ও মরা ডালের স্তর থাকায় আগুন নিভে গেলেও ধোঁয়া বা নতুন করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এর আগে রোববার (২৩ মার্চ) সকালে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে বন বিভাগ ধানসাগর টহল ফাঁড়ির অন্তর্গত তেইশের ছিলা এলাকায় আগুন শনাক্ত করে। এরপর বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), সিপিজি ও টাইগার টিমের সদস্যরা ফায়ার লাইন তৈরির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে দুর্গম পরিবেশ, প্রচণ্ড তাপ, ধোঁয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কাজ ব্যাহত হয়।

ভাটার কারণে নদীতে পানি না থাকায় রোববার বিকেলের আগে পর্যন্ত পাম্প বসানো সম্ভব হয়নি। সন্ধ্যার আগে মরা ভোলা নদীতে পাম্প স্থাপন করে পাইপ টানা হয়। রাত সাড়ে ৮টার পর পানি দেওয়া শুরু করলেও পুনরায় ভাটার কারণে তা ব্যাহত হয়। মধ্যরাত থেকে জোয়ার এলে আবারও পানি ছিটানো শুরু হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বন বিভাগ ও ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করছে। তবে পানির সংকটের কারণে বেগ পেতে হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগবে।’

  • শেখ আবু তালেব/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর