Logo

সারাদেশ

গাজীপুর সিভিল সার্জন অফিস

মায়ের চাকরি করছেন মেয়ে!

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৪:৫৭

মায়ের চাকরি করছেন মেয়ে!

গাজীপুরের সিভিল সার্জন অফিসে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে মায়ের চাকরি করছেন মেয়ে এমনই অভিযোগ উঠেছে। সরকারি নিয়োগে পরিচ্ছন্নকর্মী হিসেবে দীর্ঘবছর আগে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসে যোগদান করেন জায়েদা আক্তার। কিন্তু ২০১৯ সাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তার জায়গায় দায়িত্ব পালন করছেন তারই মেয়ে শিল্পী আক্তার। এমনকি সরকারি রেজিস্ট্রার খাতায়ও জায়েদা আক্তারের নাম লিখে নিয়মিত স্বাক্ষরও করেন মেয়ে। 

৫ বছর ধরে মায়ের বদলে অফিস করছেন শিল্পী, অথচ অফিসের কেউ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেননি। দীর্ঘ কয়েকবছর আগে জায়েদা আক্তারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছিল, সেখানে প্রায় ১ বছর মায়ের পরিবর্তে কাজ করেছেন শিল্পী। তবে এরপর বাড়ি পাশে হওয়ায় যাতায়াতের সুবিধার্থে শ্রীপুরের পরিবর্তে গাজীপুর জেলার সাবেক সিভিল সার্জন খায়রুজ্জামানের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসে বদলি হয়ে কাজ শুরু করেন তিনি। 

অফিস সহকারী আকিবুর জানান, দীর্ঘবছর ধরে জায়েদা আক্তার অফিস করেন না। তার পরিবর্তে মেয়ে শিল্পী তার দায়িত্ব পালন করছেন। তিনি জানান, জায়েদা আক্তার অসুস্থ থাকায় তার দায়িত্ব মেয়ে পালন করছেন। সরকারি বেতন-ভাতাও মেয়ে তুলছেন।

অভিযোগের বিষয়ে জানতে শিল্পী আক্তারের খোঁজে গাজীপুরে জেলা সিভিল সার্জন অফিসে  দুইদিন গিয়েও পাওয়া যায়নি তাকে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার মা অনেক বছর ধরে অসুস্থ । তাই ২০২২ সাল থেকে সিভিল সার্জন অফিসে ও এর আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর আমি তার দায়িত্ব পালন করেছি।  

এ বিষয়ে গাজীপুর জেলা সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, আমি কয়েকদিন হলো যোগদান করেছি। গাজীপুরের সাবেক সিভিল সার্জন খায়রুজ্জামান থাকাকালীন জায়েদা আক্তারের মেয়ে শিল্পী মায়ের পরিবর্তে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আমি বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর