Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিকল্প জীবিকার জন্য ১০ জেলে পেলেন বকনা বাছুর

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৪৪

আলফাডাঙ্গায় বিকল্প জীবিকার জন্য ১০ জেলে পেলেন বকনা বাছুর

 ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলেকে ১টি করে মোট ১০টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহারিয়ার জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কুমার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক মো. রিফাত শেখ ও প্রকল্পের মনিটরিং প্রতিনিধি সৈয়দ তমাল আলী প্রমুখ। 

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহারিয়ার জামান সাবু জানান, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ আলফাডাঙ্গা উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর