Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ক্যাবের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৫৯

আলফাডাঙ্গায় ক্যাবের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুরাদ হোসেন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সহসভাপতি ফারুক মোল্যা ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কাজী জসিমউদদীন কাকুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন ও দপ্তর সম্পাদক ইবাদত হোসেন মুরাদ প্রমুখ।

পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা ক্যাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু মুসা।

রাকিব/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর