উল্টো পথে গাড়ি চালানোয় বৃদ্ধকে পেটালেন সার্জেন্ট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৯
-67e22a26db06f.jpg)
বৃদ্ধকে মারপিট করছেন সার্জেন্ট মেহেদী। ছবি : বাংলাদেশের খবর
উল্টোপথে গাড়ি চালানোর কারণে এক বৃদ্ধাকে পিটিয়েছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার (২৪ মার্চ) দুপুরে এক বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা এলাকায় একটি গাড়ি উল্টো পথে চলার কারণে ওই বৃদ্ধকে সার্জেন্ট মেহেদী শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বৃদ্ধ ব্যক্তি উল্টো পথে গাড়ি চালানোর জন্য দুঃখ প্রকাশ করলেও সার্জেন্ট মেহেদী তার ওপর চড়াও হন এবং শরীরে আঘাত করেন। ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ১টার দিকে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত জনতা সার্জেন্ট মেহেদীর এমন আচরণের তীব্র প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী রহিম বলেন, ‘গাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়েন ওই বৃদ্ধ। গ্যাস নিতে তিনি উল্টোপথে যান। এই ভুলের জন্য বৃদ্ধ লোকটি বারবার ক্ষমা চেয়েছেন, কিন্তু সার্জেন্ট মেহেদী কোনো কথাই শোনেন নি। বরং তিনি ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে মারধর করেন।’
ঘটনার পরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সার্জেন্ট মেহেদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
তবে ঘটনার পর থেকে সার্জেন্ট মেহেদী মিডিয়ায় কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। সার্জেন্ট মেহেদীর আচরণ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মো. দেলোয়ার হোসেন/এমআই