কালিয়াকৈরে ৩ জুটের গোডাউন পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৩০
-67e23f7bba303.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকায় মঙ্গলবার (২৫ মার্চ ভোর ৪টার দিকে তিনটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রফিকের গোডাউনে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে সুমন মিয়া এবং রশিদের জুটের গোডাউনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জুটের গোডাউনের মালিক রফিক বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লাখ টাকার ঝুটের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার বলেন, ‘আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের মালিকের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন।’
মো. দেলোয়ার হোসেন/এমআই