Logo

সারাদেশ

মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৩:২৪

মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত তিনটার দিকে সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে তিনটি বাসের গতিরোধ করে।

ভুক্তভোগী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে বরগুনাগামী বাসগুলো গলাচিপা এলাকায় পৌঁছালে হঠাৎ তারা মহাসড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখেন। বাধ্য হয়ে গতি কমানোর পরই ডাকাত দল ইমরান পরিবহনের একটি বাসে ওঠে। সেখানে থাকা ১২ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ‘ডাকাতির শিকার বাসটিকে যাত্রীসহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

খান নাইম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর