Logo

সারাদেশ

কারখানা বন্ধের ঘোষণা

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:৩০

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার সাভারে একটি কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় জিন্স ম্যানুফেকচারিং কোম্পানির পোশাক শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখার পর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সেনাবাহিনীর সদস্যদের অনুরোধে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আসন্ন ঈদ উপলক্ষে মালিকপক্ষ শ্রমিকদের জন্য সব মিলিয়ে ৮ দিন ছুটি ঘোষণা করে। এর মধ্যে সরকারি ছুটি ব্যতীত বাকিগুলো শ্রমিকদের অর্জিত এবং জেনারেল ডিউটির মাধ্যমে সমন্বয় করার কথা। মালিকপক্ষ তাদের পক্ষ থেকে অতিরিক্ত একদিন ছুটি দিয়েছে।

কিন্তু শ্রমিকদের দাবি ৮ দিনের পরিবর্তে ১০ দিনের ছুটি ঘোষণা করা। একইসাথে ঈদ উপলক্ষে চলতি মার্চ মাসের ২০ দিনের বেতন এবং ওভারটাইমের টাকাও পরিশোধের দাবি তোলেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, এসব দাবিতে সোমবার (২৪ মার্চ) কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করাকালীন মালিকপক্ষ কয়েকজন বহিরাগতকে কারখানায় প্রবেশ করালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ নিয়ে কারখানার অভ্যন্তরে হট্টগোল সৃষ্টি হলে মালিকপক্ষ শ্রমিকদের নামে একটি মামলা দায়ের করে বলেও দাবি করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির একজন সুইং অপারেটর বলেন, ‘মূলত ঝামেলা শুরু হয়েছে গতকাল (সোমবার)। গতকাল এসব দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে থাকাকালীন মালিকপক্ষ ৫/৬ জন বহিরাগতকে কারখানায় ঢোকালে ঝামেলা সৃষ্টি হয়। পরে এটা নিয়ে একজন কর্মকর্তাকেও মারধর করা হয়, তিনি এখন হাসপাতালে আছেন যতদূর জানি।’

তিনি আরও বলেন, ‘পরে আমাদের বলা হয়েছিল আজ (মঙ্গলবার) সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু সকালে আমরা শ্রমিকরা কারখানায় এসে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি জানতে পেরেছি মালিকপক্ষ মামলা দায়ের করেছে এবং সেই মামলায় কয়েকজন শ্রমিককে পুলিশ আটক করেছে রাতে।’

যদিও মামলা দায়ের এবং শ্রমিক গ্রেপ্তারের বিষয়ে শ্রমিকদের দাবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সকাল থেকে একাধিকবার ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ সাভার মডেল থানার একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

কারখানাটি বন্ধের নোটিশে বলা হয়, ‘এতদ্বারা জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ফ্যাক্টরিতে কর্মরত কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকের দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর, সহিংসতা ও মারামারি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় কোম্পানির সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা-১৩(১) অনুযায়ী জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ আগামীকাল ২৫ মার্চ ২০২৫ ইং তারিখ থেকে অনিদিষ্টকালের জন্য কানখানা বন্ধ ঘোষণা করা হলো।’

নোটিশে আরও বলা হয়, ‘পরবর্তীতে কারখানা খোলার অনুকূলে পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।’

  • আরিফুল ইসলাম সাব্বির/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর