
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহত নারী ও পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত হয়নি।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ওই দুইজন পথচারী মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
নাজমুস সাকিব/এআরএস