Logo

সারাদেশ

নতুন কমিটির নেতাদের ওপর যুবদলের পদবঞ্চিতদের হামলা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:২৫

নতুন কমিটির নেতাদের ওপর যুবদলের পদবঞ্চিতদের হামলা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে নবগঠিত যুবদলের নেতাকর্মীদের ওপর পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সাইদুর জানান, সোমবার সন্ধ্যায় তারাটিয়া বাজারে যুবদলের নেতাকর্মীরা দলের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় পদবঞ্চিত নেতা মিন্টু, মান্নান, মোহাম্মদ আলী, শামিম ও আরিফুল স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সাইদুরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

হামলায় আহতদের মধ্যে সহসভাপতি আবু মিয়া, বাবলু মিয়া, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া এবং সম্পাদকমন্ডলির সদস্য রাজ্জাকসহ অন্তত ১০ জন রয়েছে। গুরুতর আহত ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৬ মার্চ পাররামরামপুর ইউনিয়ন যুবদলের ১০৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে লুলু মন্ডলকে সভাপতি এবং সোহানুর রহমান সাইদুরকে সাধারণ সম্পাদক করা হয়।

হামলার পর স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

  • মেহেদী হাসান/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর