Logo

সারাদেশ

গাংনীতে অ্যালকোহলসহ নারী হোমিও চিকিৎসক আটক

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৫

গাংনীতে অ্যালকোহলসহ নারী হোমিও চিকিৎসক আটক

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ১১৪৪ বোতল রেক্টিফাইড স্প্রীট (অ্যালকোহল) সহ নিলুফা ইয়াসমিন (৫০) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টার সময় গাংনী উপজেলা শহরের জেলা পরিষদ মার্কেটের হাফিজ হোমিও হল থেকে ৬২ বোতল এবং তার বাড়িতে অভিযান চালিয়ে ১০৮২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। এসময় ডা. নিলুফাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। টাস্কফোর্সের অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান, সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একটি দল।

মিজানুর রহমান জানান, হোমিও চিকিৎসার অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা করা এমন চিকিৎসালয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আকতারুজ্জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর