Logo

সারাদেশ

ঘিওরে সেহরিতে মা-মেয়েকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

Icon

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:৪২

ঘিওরে সেহরিতে মা-মেয়েকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সেহরির সময় মা ও মেয়েকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— স্থানীয় মো. সেলিম মিয়ার স্ত্রী রেখা বেগম (৫০) এবং তার মেয়ে মেহছাব আক্তার (১৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সেহরির সময় ব্রাশ করতে রেখা বেগম ও তার মেয়ে টিউবওয়েলের কাছে গেলে পাশের বাড়ির মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর