
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় গাঁজাসহ অমল কুমার ঠাকুর (৬০) নামে এক চা দোকানীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে থানার গেটের সামনে তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক অমল কুমার ঠাকুর উপজেলার হেতামপুর গ্রামের মৃত জিতেন কুমারের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ অমলকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে থানার গেটে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ওসি আরও বলেন, ‘আটক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী হলেও দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানার পর আমি নিজেই বিস্মিত হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।’
এম বুরহান উদ্দীন/এআরএস