সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্ক ফায়ার সার্ভিস ও বন বিভাগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:৩৪
-67e2db1b563f5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও ‘ফায়ার আউট’ ঘোষণা করেনি বন বিভাগ। মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর পানি ছিটিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হলেও, রাতে সতর্কতামূলক পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বন বিভাগের কর্মীরা রাতেও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাবেন।
রোববার (২৩ মার্চ) সকালে আগুন লাগার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। ভোলা নদীর পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, “বিকেলেও দু-এক জায়গায় ধোঁয়া দেখা গেছে। এজন্য রাতেও পানি ছিটানো হবে এবং বুধবার সকালেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর ফায়ার আউট ঘোষণা করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অগ্নিকাণ্ডে ১০ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনের কারণে অনেক কলাগাছ ও সুন্দরী গাছ শুকিয়ে গেছে। ইতোমধ্যে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে আনুষ্ঠানিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির হিসাব জানাতে নারাজ তদন্ত কমিটি।
স্থানীয়দের আশঙ্কা, আগুনের ফলে শুকিয়ে যাওয়া গাছগুলো দুষ্কৃতকারীরা কেটে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। তাই বন বিভাগের বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তারা।
শেখ আবু তালেব/এমএইচএস