চিকিৎসায় গাফিলতির অভিযোগ, দরিদ্র কৃষকের ২ গরুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩২

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাণী চিকিৎসায় গাফিলতির অভিযোগে দরিদ্র এক কৃষকের দুটি বলদ গরুর মৃত্যু হয়েছে। উপজেলার ধানদী গ্রামের কৃষক মো. সেকান্দার চৌকিদারের গরুগুলো চিকিৎসার পরপরই অসুস্থ হয়ে মারা যায় বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক সেকান্দার চৌকিদারের পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার তিনি প্রাণীসম্পদ অফিসে পরামর্শ নিতে গেলে অবসরপ্রাপ্ত উপ সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ফারুক হোসেন চিকিৎসার দায়িত্ব নেন। পরে তিনি কৃষকের বাড়িতে গিয়ে দুটি গরুকেই ইনজেকশন দেন। ওই রাতেই একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরদিন ফারুক হোসেন এসে পুনরায় স্যালাইন ও ইনজেকশন দেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর রোববার দ্বিতীয় বলদ গরুটিও একই সমস্যায় আক্রান্ত হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি এবং বিকেল ৪টার দিকে অপর বলদ গরুটি মারা যায়।
কৃষকের ছেলে খলিলুর রহমান অভিযোগ করেন, ফারুক হোসেন অবসর গ্রহণের পরও উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়মিত আসেন এবং চিকিৎসার নামে অর্থ উপার্জনের চেষ্টা করেন। তার ভুল চিকিৎসার কারণেই আমাদের গরু দুটি মারা গেছে। আমরা এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।
অভিযোগের বিষয়ে মো. ফারুক হোসেন বলেন, গরু দুটিতে কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি। তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছিল, কারণ গরুগুলোকে তরমুজ খাওয়ানো হয়েছিল। আমি উপ সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছিলাম। আমার চিকিৎসায় কোনো ভুল ছিল না।
এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, আমি এখন নামাজে রয়েছি। রাত সাড়ে ৯টার পর কথা বলুন।
আরিফুল ইসলাম সাগর/এমবি