ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মাদারীপুরে র্যালি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৩১

যুদ্ধবিরতি ভেঙ্গে ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে র্যালি করেছেন মাদারীপুর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মাদরাসার সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শকুনী লেকপাড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে শিশু, নারীসহ শত শত মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। র্যালি শেষে বক্তব্য রাখেন মাদারীপুর ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মো. এনায়েত হোসেন, মাদরাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন।
এ সময় বক্তারা অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ এবং তাদের আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার দাবি করেন। এছাড়া সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। র্যালিতে শিক্ষার্থীরা ছাড়াও মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসআর শফিক স্বপন/এমবি