Logo

সারাদেশ

স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে ঝটিকা মিছিল, আটক ৩

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৩:৪৮

স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে ঝটিকা মিছিল, আটক ৩

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একদল লোককে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে লাল পতাকা হাতে এ ঝটিকা মিছিল করেন তারা। মিছিল থেকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।

পুলিশ বলছে, আটককৃতরা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মী।

এক হোয়াটসঅ্যাপ বার্তায় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, বেলা ১১টার সময় ৫/৬ জন জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবস অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের আশুলিয়া থানা পুলিশ আটক করে।

আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল পতাকা হাতে অন্তত ৫০ জন লোক বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করেন। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আটকের পর পুলিশের গাড়িতে অবস্থানকালে আটককৃতদের একজন বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর