Logo

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৪:৪৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ঢাকা থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করা মানুষদের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বিশেষত গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল থেকেই রাজধানী ছাড়তে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে সড়কটিতে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হয় যানজটও।

এ পরিস্থিতিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাজীপুর হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় নিয়মিত টহল ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।

গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঈদ যাত্রায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ জোরদার করা হয়েছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নিরসনে আমরা বিশেষ নজর দিচ্ছি। গাড়ির গতিপথ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ টহল দিচ্ছে এবং চেকপোস্টে কঠোর নজরদারি রাখা হয়েছে।’  

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে হাইওয়ে পুলিশ জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

দেলওয়ার/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর