
নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার বক্তব্যকে ঘিরে বিএনপি ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া বক্তব্যকালে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘মদনে রাজনীতি নিয়ে বেশি সক্রিয় ছিলাম না। আমার অপরাধ একটাই আমার নামে খাদ্যবান্ধব কর্মসূচির লাইসেন্স ছিল। আমার লাইসেন্সটি কীভাবে নেওয়া যায় সেজন্য আমার নামে একটি মামলা করে। আমাকে পলাতক দেখিয়ে আমার লাইসেন্সটি নিয়ে নেয়। এ মামলায় আমাকে ২৩ দিন কারাগারে থাকতে হয়েছে।’
সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আমি সাথে সাথেই প্রতিবাদ করেছি। ছদ্দু মিয়া তার বক্তব্যের শুরুতে শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে শুরু করেছে। তিনি বর্তমানে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক। ফ্যাসিস্ট সরকারের সময় অনেক সুযোগ সুবিধা নিয়েছে। মুক্তিযোদ্ধাদের সভা-সেমিনারে আমাদের তারা কোনো মূল্যায়ন করেনি। আর দ্বিতীয়বার যেন এসব না হয় এ বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।’
উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘আমার অসুস্থতার কারণে আমি সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারিনি। তবে কৃষকলীগের আহ্বায়ক ছদ্দু মিয়া ৫ আগস্ট আগের প্রত্যেকটি ঘটনায় লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিটে অংশ নেন এবং দলীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাতকের পর ছদ্দু মিয়াও পলাতক ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উনি যে বক্তব্য দিয়েছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুতিউর রহমান, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা আরশুজ্জামান খান, শাহাজান উদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া প্রমূখ।
হাওরাঞ্চল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
- নিজাম তালুকদার/এমজে/এমআই