কেউ কেউ চব্বিশ আর একাত্তরকে এক দেখানোর চেষ্টা করছে : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৮:০৪

কেউ কেউ চব্বিশ আর একাত্তরকে এক দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বুধবার (২৬ মার্চ) হালুয়াঘাটে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রিন্স বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণআন্দোলন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। এ দুটিকে একসঙ্গে তুলনা করা মুক্তিযুদ্ধের মূল্যবোধকে খাটো করার শামিল।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি শাসনের কবল থেকে দেশ স্বাধীন করার সংগ্রাম। আর ২০২৪-এর আন্দোলন ছিল একটি স্বাধীন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দুটো ঘটনাই গুরুত্বপূর্ণ, কিন্তু ভিন্ন প্রেক্ষাপটের।’
তিনি বলেন, ‘কেউ কেউ ইতিহাস বিকৃত করে এই দুটি ঘটনাকে এক করে দেখানোর চেষ্টা করছে। এটা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবিচার।"
নির্বাচন প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আবারও রাস্তায় নামতে প্রস্তুত। ডিসেম্বরের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আসলাম মিয়া বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
- ওমর ফারুক আকাশ/এমজে