শেষ মুহূর্তের ঈদ বাজার, সুনামগঞ্জে ক্রেতাদের উপচে পড়া ভিড়

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:১৮

ছবি : বাংলাদেশের খবর
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের বাজারে কেনাকাটার ধুম লেগেছে। রমজানের শুরু থেকেই বেচাকেনা শুরু হলেও ২০ রোজার পর থেকে তা কয়েকগুণ বেড়ে গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
এবার ঈদ বাজারে মেয়েদের জন্য ‘আলিয়া কাট গাউন’, ‘মাসাকাল্লি’, ‘নায়রাকাট’, ‘আফগান’ এবং ‘করাচি ফ্রক’ দারুণ সাড়া ফেলেছে। কিশোরীদের মধ্যে ফ্রক, গাউন, ফ্লোর টাচ, অর্গাঞ্জা থ্রি-পিস, পার্টি ড্রেস, ইন্ডিয়ান অর্গাঞ্জা জামা বেশ জনপ্রিয়। ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, ব্লেজার, ক্যাজুয়াল টি-শার্ট বেশি বিক্রি হচ্ছে।
বুধবার (২৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, শহরের মধ্যবাজার, লন্ডন প্লাজা, প্রিয়াঙ্গন মার্কেট,বক পয়েন্ট, দ্দোজা শপিং সেন্টার, নেজা প্লাজা, সুরমা মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে জমে উঠেছে ঈদের বাজার।
তবে এবারের ঈদবাজারে পোশাকের দাম বেশি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে কেনাকাটা করতে আসা রিপন আহমেদ বলেন, বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি। একটু ভালো মানের জামা কিনতে হলে দেড় থেকে আড়াই হাজার টাকা গুনতে হচ্ছে।
শহরের কিডস কালেকশনে কেনাকাটা করতে আসা ইয়াসমিন বেগম বলেন, এবার নিজের ও পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। তবে, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি লেগেছে।
ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি ভালো হলেও দাম কিছুটা বেশি হওয়ায় কিছু ক্রেতা অসন্তুষ্ট। মোবারক ফ্যাশনের বিক্রেতা অলি উদ্দিন বলেন, ১৫ রোজার পর থেকে বিক্রি বাড়ছে। শেষ ৩দিনে আরও ভালো ব্যবসার আশা করছি।
লন্ডন প্লাজার মোয়াজ ফ্যাশনের পরিচালক স্বপন মিয়া বলেন, এবার ক্রেতাদের চাহিদা অনেক। দাম নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। আশা করছি, বাকি ৩ দিনে আরও ভালো বিক্রি হবে।
আব্দুল হালিম/এটিআর