
নওগাঁর সাপাহারে জমে উঠেছে ঈদের বাজার। শহরের প্রধান প্রধান মার্কেটসহ ফুটপাতগুলোতেও ক্রেতাদের ভিড় বেড়েছে। ২০ রমজানের পর থেকে উপজেলার লাবনী সুপার মার্কেট, নিউ মার্কেট এবং জনতা মার্কেটে ব্যবসা বেশ জমে উঠেছে। এসব মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় দেখা যায়।
এবারের ঈদে সাপাহারে বড়দের গেঞ্জি, জিন্স প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি, শাড়ি এবং মেয়েদের থ্রি-পিস, ফ্রক, স্কার্টসহ নানা ধরনের পোশাক বিক্রি হচ্ছে। বিশেষ করে ফুটপাত থেকে সাশ্রয়ী দামে পছন্দের পোশাক কেনার জন্য ভিড় করছেন ক্রেতারা।
সাপাহার জিরো পয়েন্ট ফুটপাত থেকে পছন্দের জামা-কাপড় কেনার সময় সেলিনা খাতুন নামের এক নারী ক্রেতা জানান, প্রতিবছর কম টাকার মধ্যে পরিবারের ঈদের কেনাকাটা করেন। বাজেটের মধ্যে যা কিনেন, তাতেই পরিবারের সবাই খুশি হন।
আরেক ক্রেতা হাবিবুর রহমান জানান, তিনি স্বল্প আয়ের মানুষ। এনজিও তে চাকরি করে চার সদস্যের ভরণপোষণ করেন। রমজান মাসে এমনিতেই সংসারের খরচ বাড়ে। এজন্য ফুটপাত অথবা জনতা মার্কেট থেকেই পরিবারের সব সদস্যের জন্য কেনাকাটা করবেন।
জনতা মার্কেটের বিক্রেতারা জানান, তারা স্বল্প আয়ের মানুষদের কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে পোশাক বিক্রি করছেন। তবে এবারে পোশাকের দাম কিছুটা বেশি, যার কারণে অনেক ক্রেতা নির্দিষ্ট বাজেটের মধ্যে যা কিনতে পারছেন, তাতেই খুশি।
আবুল বাশার নামের এক বিক্রেতা বলেন, পোশাকের পাইকারি দাম বেড়েছে, তবে আমরা সীমিত লাভে বিক্রি করছি। এ ছাড়া, দিনমজুর এবং শ্রমিকদের জন্য ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের পোশাক বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
শেষ সময়ে বাজার আরও জমে উঠবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।
এটিআর/