৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ১৩শ শিক্ষক-কর্মচারী, ঈদ আনন্দ মাটি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৫:০৯

গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না টাঙ্গাইলের মির্জাপুরে ১৩শ ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। একইসঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাচ্ছেন না ঈদ বোনাসও। এর ফলে পরিবারসহ বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি ঈদ আনন্দ থেকেও রয়েছেন অনেক দূরে।
সূত্রে জানা যায়, এ উপজেলার ১০টি কলেজ, ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদরাসায় প্রায় ১৩শ ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। তারা বিগত সময়ে বেতন পেলেও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বেতন-বোনাস পেতে সহজীকরণের লক্ষ্যে গত বছরের জুলাই মাসে ব্যাংকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রম চালু করে। এরপর থেকেই নানা জটিলতায় বেতন আটকে পড়ে শিক্ষক-কর্মচারীদের। এরমধ্যে তারা শুধুমাত্র ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। তবে আবারো আটকে যায় তাদের বেতন।
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ‘শিক্ষা মন্ত্রণালয় ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার কারণে আজ আমরা পরিবারসহ অসহায় হয়ে পড়েছি। ঈদ আসছে, কিন্তু এখনো আমাদের কেউ ঈদ মার্কেটেও যেতে পারেনি। বাজার করতে পারিনি। আমরা সরকারের কাছে আমাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দ্রুত প্রদানের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ‘ইএফটি কার্যক্রম চালু হওয়ার পর বেতন না পাওয়ার সমস্যা শুরু হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারী বেতন পাচ্ছেন না, তাদের তথ্যে ত্রুটি রয়েছে।
তিনি আরও বলেন, যাদের নামের বানানে ভুল রয়েছে, শুধুমাত্র তাদেরই বেতন-বোনাস আটকে গেছে। এটি ৫ ধাপ পর্যন্ত সমাধান করে অনেক শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া হয়েছে। তবে যারা এখনো বেতন পায়নি, তাদের বিষয়েও কাজ করছে মন্ত্রণালয়।
ঈদের আগে বেতন-বোনাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে শিক্ষা অফিসার বলেন, এ ব্যাপারে তার ধারণা নেই।
রাব্বি ইসলাম/এমবি