Logo

সারাদেশ

মেহেরপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১১

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৩

মেহেরপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১১

মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে গাংনী থানা পুলিশ ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন, গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্বাছ আলী, বাথানপাড়া গ্রামের রাশিদুল ইসলাম, কাজল হোসেন, থানাপাড়ার জসিম উদ্দিন, সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইমদাদুল হক ও বজলুর রহমান। এ ছাড়া একই সময়ে মাদকসহ অন্যান্য মামলায় আরও ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমিরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ ছাড়া গাংনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলাতেও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আকতারুজ্জামান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর