ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নাম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:২৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের মাঝে বিতরণ করা চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতরণ করা চালের বস্তাগুলোতে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে। যা বর্তমান সরকার পরিবর্তনের পরও বহাল থাকায় সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রতিটি সুবিধাভোগীর জন্য প্রথম দফায় ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রম চলাকালে ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম ও স্লোগান স্পষ্টভাবে লেখা রয়েছে।
অভিযোগ রয়েছে, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে বস্তাগুলো থেকে শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের প্রায় আট মাস পার হয়ে গেলেও তাদের দোসররা এখনো বহাল তবিয়তে আছে। চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, ‘বিগত সরকারের আমলে এসব চালের বস্তা মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল শেখ হাসিনার নাম স্প্রে দিয়ে ঢেকে দেওয়ার জন্য। তিনি কেন সেই নির্দেশ পালন করেননি, তা খতিয়ে দেখা হবে।’
- আরিফুল ইসলাম সাগর/এমজে