Logo

সারাদেশ

পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৩৩

পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

গ্রেপ্তার সাগর ওরফে রিমন।

নওগাঁয় পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত ব্যক্তি, মান্দা উপজেলার বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাগর ওরফে রিমন (২৬)।

পুলিশ জানিয়েছে, গত ২০ মার্চ নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছ থেকে এসপি’র বডিগার্ড পরিচয়ে দুইবারে ৭ হাজার ১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয় প্রতারক সাগর। বিষয়টি জানার পর পুলিশের একাধিক টিম তাকে ধরতে অভিযান চালায়। অবশেষে বুধবার দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। সে শুধু পুলিশ নয়, কখনো পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, আবার কখনো ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করত।  

পুলিশ সুপার আরও জানান, প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। গ্রেপ্তার সাগরের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে পুলিশ আদালতে তার রিমান্ড আবেদন করবে।

এম এ রাজ্জাক/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর