ঈদের পোশাক কিনতে এসে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৫৫
-67e53ccd212fd.jpg)
চুয়াডাঙ্গা শহরে ঈদের বাজার করতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিপুল হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র।
বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শহরের মুন্না মোড়ে মোটরসাইকেল ও ইজিবাকের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত বিপুলের বড় ভাই বিপ্লব হোসেন (২০), বন্ধু ওয়াশিমসহ (২১) গুরুতর জখম হয়েছেন ইজিবাইক চালক ওহিমদ্দি বিশ্বাস (৪৫), দুই যাত্রী সিহাব (১৯) ও রাবেয়া খাতুন (৪৮)।
আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই বিপ্লব হোসেন ও ওয়াশিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে জাফরপুর অভিমুখে যাচ্ছিলো। মুন্না মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালের মাঝামাঝি পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীসহ তিনজন গুরুতর জখম হন। সংঘর্ষের সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকসহ তিনজন গুরুতর জখম হন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিপুল নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত বিপুলের চাচাতো ভাই শাকিল বলেন, ‘ঈদের নতুন পোশাক কেনার জন্য তারা তিনজন মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরে যাচ্ছিলো। পথের মধ্যে মুন্না মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে ইজিবাইকের চালক ও যাত্রীরাও মারাত্মকভাবে জখম হন।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এক নারীকে ভর্তি রাখা হয়েছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ইজিবাইক ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। পরিবারের অনুরোধে নিহত বিপুলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
ফেরদৌস ওয়াহিদ/এমআই