Logo

সারাদেশ

সিলেটে মহিলা দলের ইফতার বিতরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:১০

সিলেটে মহিলা দলের ইফতার বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে ইফতার বিতরণ করছেন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে ইফতার বিতরণ করেছে জেলা মহিলা দল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর উপশহর পয়েন্ট এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহসভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্রেজারার জহিরুল ইসলাম তুহিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা মহিলা দলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, মহিলা দলনেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারকে হরণ করেছিল। লীগের ক্যাডার এবং প্রশাসনে থাকা দলীয় বাহিনী দিনের ভোট রাতে দিয়ে দিত। আবার কখনো কখনো ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়ে যেত। তুমি, আমি, ডামি মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হতো।

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। গুম-খুন ও গণহত্যাসহ সকল অপকর্মের বিচার এ দেশের মাটিতেই হবে ইন শা আল্লাহ।

সাইফুর তালুকদার/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর