Logo

সারাদেশ

নোয়াখালীতে র‌্যাবের তল্লাশি অভিযান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:২৯

নোয়াখালীতে র‌্যাবের তল্লাশি অভিযান

আসন্ন ঈদ উপলক্ষে নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যানবাহনে তল্লাশি চালাচ্ছে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প। এ উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাবের এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‌্যাব জানিয়েছে, ঈদের ছুটি শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আগত যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই তল্লাশি অভিযান পরিচালনা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে। সন্দেহজনক গতিবিধি দেখলে গাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

চেকপোস্টে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকদের বৈধতা যাচাই করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর