Logo

সারাদেশ

বান্দরবানে কৃষকলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:৩৯

বান্দরবানে কৃষকলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি

বান্দরবানের লামা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল, পাহাড় ও গাছ কেটে কটেজ নির্মাণের অভিযোগে উপজেলা কৃষকলীগ নেতা মো. সুলতানসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।  

ভুক্তভোগী মো. দুলাল মিয়ার অভিযোগের ভিত্তিতে লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ সমন জারি করেন। সমনপ্রাপ্ত ব্যক্তিরা লামা পৌরসভা ও লামা সদর ইউনিয়নের বাসিন্দা।  

অভিযোগ সূত্রে জানা যায়, দুলাল মিয়া ও তার বাবা নুরুল ইসলামের নামে ২৯৩নং ছাগল খাইয়া মৌজা ও ২৬৭ ও ১৩১নং হোল্ডিং মূলে মোট ১০ একর জায়গা রয়েছে। যেখানে ১৯৮১ সাল থেকে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে। সম্প্রতি এ জায়গার ওপর বিবাদীদের নজর পড়ে এবং তারা জায়গাটি দখলের চেষ্টা চালায়।  

২০২৪ সালের ১৫ আগস্ট সকালে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে দুলাল মিয়ার খামার ঘর ভাঙচুর করে। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুলাল মিয়া বান্দরবান সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করলে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।  

এরপরও ১৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিবাদীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে পাহাড় ও সেগুন গাছ কেটে ছোট ছোট জুম ঘর নির্মাণ শুরু করে। এ সময় ভুক্তভোগী ও তার পরিবার প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  

ঘটনার তদন্ত শেষে পুলিশের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। পরে এসব ডকুমেন্ট উপস্থাপন করে ভুক্তভোগী দুলাল মিয়া ফৌজদারি মামলা করেন।  

বাদীপক্ষের আইনজীবী রাজিব চন্দ্র দেব জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, পাহাড় ও গাছ কাটা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আদালত সমন জারি করায় অভিযুক্তদের এখন আইনি প্রক্রিয়ায় জবাব দিতে হবে।

বেলাল আহমদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর