কুষ্টিয়ায় শিশু তাহমিদ ফাউন্ডেশনের ঈদ-উপহার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:৪৯

কুষ্টিয়ার ভেড়ামারায় এতিম ও হতদরিদ্র শিশুদের মাঝে নতুন পোশাকসহ ঈদসামগ্রী বিতরণ করেছে শিশু তাহমিদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৫১ জন এতিম শিশুকে নতুন পোশাক এবং ৪ শিশুসহ হতদরিদ্র এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ ছাড়াও ১০০ জন দুস্থ, হতদরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিকে ঈদের খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ইত্যাদি উপহার দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হান্নান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা।
অনুষ্ঠানে বক্তারা শিশু তাহমিদ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপকারভোগীরা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও যেন শিশু তাহমিদ ফাউন্ডেশন এ ধরনের কার্যক্রম চালিয়ে যায়, যাতে সমাজের অসহায় মানুষেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ জামাল বলেন, আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো। এই আয়োজনের মাধ্যমে আমরা এতিম শিশু ও হতদরিদ্রদের ঈদের আনন্দকে আরও রঙিন করতে চেয়েছি। ভবিষ্যতে আমাদের সাহায্য-সহযোগিতা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আকরামুজজামান আরিফ/এটিআর