Logo

সারাদেশ

বগুড়ায় তারেক রহমানের উপহার পেল নিহত বিএনপি নেতার পরিবার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:৫২

বগুড়ায় তারেক রহমানের উপহার পেল নিহত বিএনপি নেতার পরিবার

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিহত জাকির হোসেন মাস্টারের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় তারেক রহমানের পক্ষে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু নিহত বিএনপি নেতা জাকির মাস্টারের বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা রনির হাতে অর্থ সহায়তা ও ঈদের উপহার তুলে দেন।  

এসময় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শহর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০১০ সালে রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে নাটোরের সিংড়ায় শেরপুর উপজেলা বিএনপির গাড়িবহর পৌঁছালে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলকের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হামলায় নির্মমভাবে খুন হন বিএনপি নেতা জাকির হোসেন মাস্টার।  

মো. আব্দুল ওয়াদুদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর