Logo

সারাদেশ

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২০:০৮

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের ভূঞাপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ সাড়ে ৪ লাখ টাকা ও সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করে চোরচক্র।  

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকায় মো. লিয়াকত আলী নামের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে।  

ভুক্তভোগী উম্মে হাবিবা জানান, গত মঙ্গলবার রাতে সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে যান। বুধবার সকাল থেকে তারা তিনজন-মা, ছোট ভাই এবং তিনি-ঘুমঘুম ভাব অনুভব করেন। রাতে ইফতার ও খাবারের পর তারা ঘুমিয়ে পড়লে আর জাগতে পারেননি। পরদিন সেহরির সময় ঘুম থেকে উঠে দেখেন, ঘরের সবকিছু তছনছ। সাড়ে ৪ লাখ টাকা ও সাড়ে ১০ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে।  

হাবিবা আরও জানান, কয়েকদিন ধরে যাকাত দেওয়ার পাশাপাশি বুধবার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। চোরচক্রের কেউ টিউবওয়েলের পানিতে চেতনানাশক কিছু মিশিয়ে ছিল। যার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আব্দুল লতিফ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর