Logo

সারাদেশ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২১:০৭

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দুই ডজন নেতার বিরুদ্ধে মহাস্থান যাদুঘরের কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা শিবগঞ্জ থানায় এ অভিযোগ করেছেন।

রাজিয়া সুলতানা অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ মার্চ বিকেল সরকারি নির্দেশনা মোতাবেক সকালে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর খোলা রাখা হয়। জাহাজঘাটা বন্ধ হওয়ার ৩০ মিনিট পর বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পরিচয়ে বিকেল ৫টার দিকে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জাহাজঘাটার মূল ফটকে আসেন। জোর করে গেটের তালা খুলতে বলেন। তাদের মধ্যে একজন আমাকে ফোন করে ও জাহাজঘাটা প্রবেশের অনুমতি চান। জাদুঘর থেকে জাহাজঘাটা একটু দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিটের মতো দেরি হয়। পরে তালা খুলে দেওয়ার পর তারা ভিতরে প্রবেশ করে জাহাজঘাটার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বারি মিয়াকে এলোপাতাড়িভাবে মারধর করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দ্রুত সময়ে ওই স্থান ত্যাগ করে মোবাইলে আমাকেসহ মহাস্থান জাদুঘরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে চাকুরিচ্যুত করাসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। পরে ২৬ মার্চ শিবগঞ্জ থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর বলেন, জুলাই বিপ্লবের উপর প্রতিষ্ঠিত এবং গণঅভ্যুত্থানকে ধারণকারী এনসিপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এ অভিযোগ করেছে।

তিনি আরও বলেন, আমরা শাহ সুলতান বলখির মাজারে কবর জিয়ারত শেষে নির্ধারিত সময়েই ওখানে উপস্থিত হই। একই দিনে আমাদের মম ইন এ ইফতারের আয়োজন ছিল। তাই আমরা সাড়ে চারটায় ওখান থেকে চলে আসি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান ঘটনায় থানায় জিডি করেছেন। এনসিপির সদস্য জড়িত ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’ 

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর