সিলেটে ছেলের হাতে বাবা খুন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২১:৫৯
-67e575f77af2c.jpg)
পারিবারিক কলহের জেরে সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. দুলু মিয়া (৬০)। ঘাতক ছেলে সুলতান আহমদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে প্রবাস থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ।
দায়ের কোপে দুলু মিয়ার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বাংলাদেশের খবরকে বলেন, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডালিম/বিএইচ