Logo

সারাদেশ

নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল নানাও

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২৩:০৭

নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল নানাও

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইলে ট্রেনে কাটা পড়ে নানা বাবুল সরদার (৬০) ও নাতনি সায়েরাতুন মুনতাহার (৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘইল সাঁকোর কাছে সান্টিং রেল ইঞ্জিনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত নানা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল উত্তর পাড়ার মৃত রহমত সরদারের ছেলে এবং নাতনি ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ও প্রত্যাক্ষদর্শী বিজয় সরদার জানান, নানা বাবুলের সাথে নাতনি মুনতাহা ঘোরর একপর্যায়ে ট্রেনের ইঞ্জিন দেখার জন্য রেললাইনের ওপরে উঠে পড়ে। এ সময় একটি সান্টিং রেল ইঞ্জিন চলে আসে। নানা বাবুল নাতনিকে বাঁচাতে গেলে দুজনেরই ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা-নাতনির লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মৃত দুজনেরই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর