-67e5889d5992e.jpg)
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরে আসেনি এবং দেশে সিন্ডিকেট রয়ে গেছে।
তিনি বলেন, এখনো ৭২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার কিনতে পারে না, ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং ৩৫ শতাংশ মানুষ দুবেলা খেতে পারে না।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দরিদ্রদের ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারকে দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নতি হলে জনগণের ভাগ্য উন্নয়ন হবে।
অনুষ্ঠানে সহস্রাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্সের সদস্যরা।
সুমন/বিএইচ