ঋণের চাপে শরীরে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:৩৬
-67e62730947b7.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকায় ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
নিহত কেশব কর্মকার কালিয়াকৈর উপজেলার ভানু কর্মকারের ছেলে।
জানা গেছে, কেশব কর্মকার স্বর্ণকারের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে তিনি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েন। পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষম হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত ১৮ মার্চ সন্ধ্যায় কেশব কর্মকার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় কেশব কর্মকার মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- মো. দেলোয়ার হোসেন/এমআই