‘এক টাকায়’ পোশাক পেয়ে খুশি সৈয়দপুরের পথশিশুরা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:৪২
-67e628ca48b8c.jpg)
নীলফামারীর সৈয়দপুরে এবার ঈদে এক টাকায় হরেক রকমের পোশাক পেয়ে খুশি পথশিশুরা। আর এই মহতী উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রধান সড়কের পাশে শামিয়ানা টাঙ্গিয়ে অস্থায়ী এই দোকানে লেখা ‘১ টাকায় ঈদের নতুন জামা’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে কয়েকজন সদস্য শিশুদের শরীরে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন এবং এক টাকার বিনিময়ে ওইসব শিশুদের গায়ে পরিয়ে দিচ্ছেন। মাত্র এক টাকায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।
সৈয়দপুর উপজেলা শহরের জাকির হোসেন জানান, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ দিতে এমন একটি উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এখন প্রশংসায় ভাসছে আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনটি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের গোলাহাট মহল্লায় এক টাকায় ঈদের জামা বিক্রির দোকানটি বসানো হয়। অভিজাত শপিংমল কিংবা কোন প্লাজার তুলনায় কোন অংশে কম নয় সেখানে এক টাকায় পাওয়া যাচ্ছে, ফ্রক, গাউন ফ্রোক, ছোটদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গোলগলা টি-সাট ও থ্রিপিচ। এক টাকার বিনিময়ে ঈদে নতুন জামা পেয়ে খুশি সুবিধা বঞ্চিতরা। সেখানে শতাধিক শিশু আনাগোনা করছে।
ওই এলাকার শিশু মরিয়ম বলেন, ‘বাবাইতো নাই, নতুন পোশাক কে দিবে ? মা মানুষের বাসায় কাজ করে তিন ভাইবোনের খাবার জোগাড় করে। রাস্তায় পড়ে থেকে আমাদের জীবন চলে। তাই জামা কাপড় দিবে কীভাবে। বন্ধুদের কাছে শুনলাম এক টাকায় নতুন জামা দিচ্ছে, তাই ছুটে এলাম। নতুন জামা পেয়ে ভালো লাগছে।
এক টাকায় নতুন জামা পেয়ে খুশিতে অস্থির সাব্বির হোসেন (১২) বলেন, ‘বাবা বেঁচে নেই। শুধু মা আছে। এখনো নতুন জামা কিনতে পারেননি। খবর পেয়ে,এই অস্থায়ী দোকান থেকে মাত্র এক টাকায় নতুন জামা কিনলাম। এখন বন্ধুদের সাথে ঈদটা ভালোই কাটবে।
‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনের নির্বাহী সদস্য সামিউল ইসলাম জানান, ‘সমাজে সুবিধাবঞ্চিত শিশুরা ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই এসব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের এই দোকান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি নওশাদ আনসারী বলেন, এতিম শিশুদের জন্য ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনের দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দমতো পোশাক দিতে পেরে আমরাও আনন্দিত। তিনি বলেন, আমাদের সদস্যরা আর্থিক সহায়তা দিয়ে পথ শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটি প্রয়াস মাত্র। আর তাই পথশিশুদের ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সংগঠনটি। এ ছাড়া, সাধ্যমত শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ ও সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হচ্ছে।
তৈয়ব আলী সরকার/এমআই