Logo

সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৫১

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি

পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি/ ছবি- বাংলাদেশের খবর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

শুক্রবার ভোর থেকেই যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। একটি গাড়ি টোল পরিশোধ করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে আরও ১০ থেকে ১৫টি গাড়ি চলে আসছে। এভাবে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শত শত গাড়ি টোল পরিশোধ করে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি/ ছবি- বাংলাদেশের খবর

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, বৃহস্পতিবার রাত থেকে পদ্মা সেতু পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে যানবাহনের কোনো জটলা বাঁধেনি। আজ ভোর ৪টা পর্যন্ত টোল প্লাজায় কোনো যানবাহন অপেক্ষমাণ ছিল না।

তিনি বলেন, শভোর ৬টার পর থেকে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে উত্তর থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় যানবাহন অপেক্ষমাণ ছিল।

তিনি আরো বলেন, মোটরসাইকেলের চাপ কমাতে আরও একটি বুথ বাড়িয়ে টোল আদায় করা হচ্ছে। আশা করছি এক ঘণ্টার মধ্যেই যানবাহনের অপেক্ষমাণ সারি শেষ হয়ে যায়।

পদ্মা সেতুর টোল প্লাজায় শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে/ ছবি- বাংলাদেশের খবর

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এসএম জিয়াউল হায়দার বলেন, পৌনে এক কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি। তবে যানবাহন ধীরে ধীরে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে যাবে।

এদিকে গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ২৭ হাজার ৬৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৭ হাজার ৩৩৫টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১০ হাজার ৩৪৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত থেকে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকার টোল আদায় করা হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর