ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৩২

সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকার মানাবে পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটে। এতে যানযটের সৃষ্টি হয়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পরে।
বাসচালক মনির জানান, জামালদি হতে ভাটের চর বাসস্ট্যান্ড আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। রোজার মধ্যে যাত্রীরা বিরক্ত হচ্ছেন।
কুমিল্লাগামী এক যাত্রী বলেন, তেতৈতলা হাসঁ পয়েন্ট হতে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরাতে গিয়ে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
আবু সাঈদ/ওএফ