Logo

সারাদেশ

ঈদের ছুটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মা-ছে‌লে নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৩:১২

ঈদের ছুটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মা-ছে‌লে নিহত

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকে‌লে থাকা মা-ছে‌লে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে জেনা‌রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কু‌ষ্টিয়া-‌ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া শহ‌রের গোশালা রো‌ডের বাসিন্দা আব্দুল কা‌দের সি‌দ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার ৩ বছরের ছে‌লে আহনাফ ইব্রা‌হিম।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) জয়‌দেব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বগুড়ার কর্মস্থল থে‌কে স্ত্রী ও সন্তান‌কে নি‌য়ে ঈদের ছু‌টি‌তে মোটরসাইকেলযো‌গে কু‌ষ্টিয়ার নিজ বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন এক‌টি বেসরকারি প্রতিষ্ঠা‌নের চাক‌রিজীবী আব্দুল কা‌দের (৩৮)। সকাল ১০টার দি‌কে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় মোটরসাইকেল‌টি‌কে পেছন থে‌কে এক‌টি দ্রুতগ‌তির ট্রাক ধাক্কা দি‌লে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলে হন। তিনি আহত হন।’

হাইওয়ে থানার এই উপপ‌রিদর্শক বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে ট্রাক‌টি‌ আটক করা যায়‌নি।’

  • আকরামুজজামান আরিফ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর