Logo

সারাদেশ

ষাট গম্বুজ মসজিদে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৫:২৯

ষাট গম্বুজ মসজিদে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

ছবি : বাংলাদেশের খবর

দেশের অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে পবিত্র রমজানের শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল এ মসজিদে।

শুক্রবার (২৮ মার্চ) ঐতিহাসিক এ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন নামাজের ইমামতি করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ষাট গম্বুজ মসজিদে প্রথমবার জুমাতুল বিদার নামাজ আদায় করে আনন্দিত বাগেরহাটের রামপাল থেকে আসা শেখ হাসিব। তিনি বলেন, ‘বাগেরহাট আমার বাড়ি হলেও আগে কখনো এখানে জুমাতুল বিদার নামাজ আদায় করিনি। এত মুসল্লির সঙ্গে নামাজ পড়ে এক অনন্য অনুভূতি হয়েছে।’

খুলনা থেকে আসা রমজান নামের এক মুসল্লি বলেন, ‘ষাট গম্বুজ মসজিদে নামাজের আধ্যাত্মিক পরিবেশ অন্যরকম। প্রতিবছর এখানে এসে নামাজ আদায় করার ইচ্ছে হয়।’

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘এখানে এসে নামাজ আদায় করাটা যেন এক অনন্য সৌভাগ্য। ঐতিহাসিক এ মসজিদে জুমাতুল বিদার নামাজ পড়তে পারলাম, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পিরোজপুর থেকে আসা আনিসুর রহমান বলেন, ‘ষাট গম্বুজ মসজিদের আধ্যাত্মিক পরিবেশ হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

আব্দুল আলীম বলেন, ‘প্রতিবছর জুমাতুল বিদার দিনে এখানে আসার চেষ্টা করি। এ মসজিদের পরিবেশ, মুসল্লিদের ভিড় এবং মোনাজাতের সময়কার আবেগ সবকিছু হৃদয় ছুঁয়ে যায়।’

রমজানের শেষ এ জুমায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা নাসির উদ্দিন বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ, সমৃদ্ধি ও ক্ষমা প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বছরের পর বছর ধরে পবিত্র রমজানের শেষ শুক্রবার ষাট গম্বুজ মসজিদে বিশেষ গুরুত্বের সঙ্গে জুমাতুল বিদা পালিত হয়। দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যের এ মসজিদে প্রতিবছর মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

শেখ আবু তালেব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর