Logo

সারাদেশ

হাজীগঞ্জ বড় মসজিদে জুমাতুল বিদায় লক্ষাধিক মুসল্লি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:২৮

হাজীগঞ্জ বড় মসজিদে জুমাতুল বিদায় লক্ষাধিক মুসল্লি

ছবি : বাংলাদেশের খবর

পবিত্র রমজান মাসের শেষ জুমায় (জুমাতুল বিদা) চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই জেলা ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লি হাজীগঞ্জ বড় মসজিদে এসে নামাজে অংশগ্রহণ করেন। সকাল ১১টার মধ্যেই মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মসজিদ ও মাঠে জায়গা না পেয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড থেকে শুরু করে হাজীগঞ্জের পূর্ব বাজারের বড় ব্রিজ পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার ছড়িয়ে পড়ে। ফলে ওই সময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ, আহমাদিয়া আলিয়া মাদরাসা মাঠ, জামেয়া আহমাদিয়া কওমি মাদরাসা ভবন, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক, প্রাইম ব্যাংক ভবন, সাবেক পৌরসভা ভবনের ওপর নামাজ আদায়ের ব্যবস্থা করেন।

জুমাতুল বিদায় শুধু পুরুষ মুসল্লিরা নয়, অভিভাবকদের সঙ্গে শিশু-কিশোর এবং নারীরাও অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও ফিলিস্তিন মুসলমানদের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।

নামাজের ইমামতি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ। পরে মসজিদের ভেতরে অনেক মুসল্লি কোরআন তিলাওয়াত, জিকির-দরুদ পাঠে সময় কাটান।

জাকির হোসেন নামের একজন মুসল্লি বলেন, প্রতিবছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা নামাজ আদায় করতে আসি। হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করে, খুব ভালো লাগে। এখনকার ব্যবস্থাপনা খুবই ভালো।

নোয়াখালী থেকে আসা মুসল্লি মামুন তালুকদার বলেন, আমরা একসঙ্গে কয়েকজন এখানে নামাজ পড়তে এসেছি। হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ পড়া আমাদের জন্য ভাগ্যের বিষয়।

হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি শাকিল আহমেদ প্রিন্স বলেন, প্রতিবছর জুমাতুল বিদা নামাজের জন্য বিশাল জামাতের আয়োজন করা হয়। মুসল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। আমরা মুসল্লিদের সেবা দিতে চেষ্টা করেছি। সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলআমিন ভূঁইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর